রাশিয়ার পরমাণু চালিত নতুন আইসব্রেকারটির নাম ‘লিডার’। প্রথম দেখলে মনে হতে পারে ‘স্টার ওয়ার’ সিনেমার কোন মহাকাশ যান এটি। যদিও এটা সিনেমায় থ্রিডি প্রযুক্তিতে তৈরি কোন যান নয় বা মহাকাশ যানও নয়। এটি রাশিযার নর্দার্ন সি-রুটকে সারা বছর বরফ মুক্ত রাখতে ব্যবহার করা হবে। আর এই যান তৈরির সমস্ত পরিকল্পনা ছিল রাশিয়ার ডেপুটি প্রাই-মিনিস্টার ডিমিট্রি রোগোজিনের। ২০১১ সাল থেকে রাশিয়ান ডিফেন্স ইন্ডাস্ট্রির দায়িত্ব রয়েছে যার কাঁধে।
দেশটির প্রযুক্তিবিদরা জানিয়েছেন, ১১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই আইসব্রেকার ৪.৫ মিটার গভীর বরফ কাটতে সক্ষম। নর্দান সি-রুট দিয়ে একবারে প্রায় তিন লক্ষ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ করতে সক্ষম হবে লিডার। এই দৈত্যাকার জলযানটি তৈরি হয়েছে রাশিয়ার উত্তরের শহর ক্রাইলভের স্টেট রিসার্চ সেন্টারে। রাশিয়ার ডেপুটি প্রাই-মিনিস্টার জানিয়েছেন, এর আগে আইসব্রেকারের কাজে লাগান হতো বহু পুরানো দুটি জলযানকে। এবার সেই দুটির পরিবর্তে কাজ করবে লিডার।
বিডি প্রতিদিন/এ মজুমদার