ভারত অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পর এক সপ্তাহ কাটতেই ফের অগ্নি-৪ এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করল। গতকাল দেশটির উড়িশা উপকূল থেকে চূড়ান্ত পরীক্ষামূলক উৎক্ষেপণ হলো ৪০০০ কিলোমিটার পাল্লার অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের। এই সফল উৎক্ষেপণের সুবাদে অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রও এবার ভারতের সশস্ত্র বাহিনীর অস্ত্রাগারে ঠাঁই পাওয়ার উপযুক্ত হয়েছে বলে সংবাদ সূত্রে বলা হয়।
জানা যায়, অগ্নি-৫ এর চূড়ান্ত পরীক্ষামূলক উৎক্ষেপণের পর চীন স্বাভাবিক ভাবেই কড়া প্রতিক্রিয়া দিয়েছিল। চীনের এমন কোন অঞ্চল নেই, যা অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারত দক্ষিণ এশিয়ায় অস্ত্র প্রতিযোগিতা বাড়িয়ে তুলছে বলে বেজিং-এর অভিযোগ ছিল। সে অভিযোগকে ভারত অবশ্য গুরুত্ব দেয়নি। ভারতের পক্ষ জানানো হয়, নির্দিষ্ট কোন দেশের কথা মাথায় রেখে ভারত অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র তৈরি করেনি। আত্মরক্ষার তাগিদেই এই ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে। চীনের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন, মূলত চীনের কথা মাথায় রেখেই অগ্নি-৫ তৈরি। এমন অবস্থায় অগ্নি-৫-এর চূড়ান্ত উৎক্ষেপণের সপ্তাহ খানেকের মধ্যেই অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের চূড়ান্ত পরীক্ষামূলক উৎক্ষেপণ যে চীনের অস্বস্তি আরো বাড়াবে, সে নিয়ে কোন সংশয় নেই বলে মনে করছে ভারত।
বিডি প্রতিদিন/এ মজুমদার