বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত নিউইয়র্ক সিটির ব্যস্ততম সকল এলাকা, হোটেল-মোটেল এবং পার্কসমূহে ফ্রি ইন্টারনেট সুবিধার সাথে যুক্ত হলো পাতাল ট্রেনও। শহরটির পাতাল রেলের ২৭৯টি স্টেশনে ফ্রি ইন্টারনেট সার্ভিস চালু হয়েছে। এছাড়া, ১৫০টি স্টেশন থেকে নদীর নিচ দিয়ে ট্রেন চলাচলকালেও ইন্টারনেট সুবিধা অব্যাহত থাকবে।
গত বছরের ২৮ জুন থেকে ৬ নভেম্বর পর্যন্ত সময়ে সব পাতাল ট্রেনের স্টেশন এবং নদীর নীচ দিয়ে ট্রেন চলাচলকালের পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিউইয়র্ক সিটি কন্ট্রোলার স্কট স্ট্রিঙ্গারের তদন্ত টিম। ২০০৭ সালে শুরু করা এই প্রকল্পের সফলতা দেখে তদন্ত কর্মকর্তারা অভিভূত। সেলফোন এবং ল্যাপটপে ইন্টারনেট অত্যন্ত চমৎকারভাবে কাজ করছে।
মেট্রোপলিটন ট্র্যাঞ্জিট অথরিটি (এমটিএ) পাতাল ট্রেনের সকল স্টেশন ও চলতি পথে ফ্রি ইন্টারনেট সার্ভিস চালুর প্রকল্পের অনুমোদন দেয় ২০০৭ সালে। কয়েক সপ্তাহ আগে ম্যানহাটনের চলতি পথসহ সর্বত্র বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু হয়েছে।
রেলেও সে কর্মসূচির সম্প্রসারণ ঘটায় পর্যটকদের কাছে এই সিটির আকর্ষণ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। এছাড়া, পাতাল ট্রেনে অপরাধ ঠেকাতেও এ পদক্ষেপ ভূমিকা রাখবে বলে আশা করছে সিটি প্রশাসন।
বিডি প্রতিদিন/৭ জানুয়ারি, ২০১৭/ফারজানা