অর্থ কারচুপিতে অভিযুক্ত কিংফিসার কিং–ব্যবসায়ী বিজয় মালিয়াকে জিজ্ঞাসাবাদ করতে লন্ডন পৌঁছাল ভারতের ইডি–সিবিআইয়ের একটি দল। মালিয়ার বিরুদ্ধে অর্থ কারচুপির মামলাকে তরান্বিত করতে ইডি–সিবিআই মঙ্গলবার লন্ডনে এসেছে বলে জানা গেছে।
গত ১৮ এপ্রিল মালিয়া লন্ডনের স্কটল্যান্ড ইয়ার্ডের হাতে গ্রেফতার হন। যদিও গ্রেফতারের তিনঘন্টার মধ্যে মালিয়া আদালত থেকে জামিন পেয়ে যান। মালিয়ার গ্রেফতারি নিয়ে স্কটল্যান্ড পুলিস জানায়, ভারতে একাধিক ব্যাংকের সঙ্গে প্রতারণা করার অভিযোগ থাকার জন্য মালিয়াকে গ্রেফতার করা হয়।
স্কটল্যান্ড পুলিসের এক কর্মকর্তা বলেন, ‘১৮ এপ্রিল ভারত থেকে আসা পরোয়ানার ভিত্তিতে এক ব্যক্তিকে আমরা উত্তর লন্ডন থেকে গ্রেপ্তার করি। তাকে পেশ করা হয় ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে। আদালত থেকে তিনি জামিন পেয়ে যান।’
১৯৯৫ সালের বিদেশি মুদ্রা বিনিময় নিয়ন্ত্রিত আইন (ফেরা) লঙ্ঘন মামলায় দিল্লি আদালত জামিন অযোগ্য পরোয়ানা জারি করে মালিয়ার বিরুদ্ধে এবং তারপরেই স্কটল্যান্ড ইয়ার্ড বিজয় মালিয়াকে গ্রেফতার করে। তবে বিজয় মালিয়াকে গ্রেফতারের জন্য লন্ডন সরকারের পক্ষ থেকেও নতুন পরোয়ানা জারি করা হবে বলে জানা গেছে।