ক্রমশই প্রকট হয়ে উঠছে পাকিস্তানের সাথে চীনের ঘনিষ্ঠতা। ওয়ান বেল্ট, ওয়ান রোড মিশনকে সামনে রেখে চীন-পাক ইকোনমিক করিডোর তৈরি হয়েছে। পাশাপাশি, কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতেও আগ্রহ দেখিয়েছে চীন। এছাড়া আরও বেশ কিছু বিষয়ে মধ্যস্থতাকারী রূপে আত্মপ্রকাশ করতে চাইছে চীন।
দেশটির গ্লোবাল টাইমসের খবর অনুযায়ী, বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে চীন। এভাবেই সে ভারত-পাকিস্তানের মধ্যেও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে ইচ্ছুক। প্রসঙ্গত, চীন-পাক ইকোনমিক করিডোরের একটি গুরুত্বপূর্ণ অংশ মায়ানমার এবং বাংলাদেশের সঙ্গে যুক্ত এবং এই ওয়ান বেল্ট, ওয়ান রোড মিশন চীনের রাষ্ট্রপতি জি জিংপিং-এর ড্রিম প্রজেক্ট। এই মিশনের মাধ্যমে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের সঙ্গে যুক্ত হতে চায় চীন। এই জন্য অনেক রেলওয়ে স্টেশন, সড়ক এবং পাওয়ার স্টেশনও তৈরি হবে। আগামী ১৪-১৫মে OBOR সামিট হবে বলেও জানা গেছে।
তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের এই প্রজেক্টে আপত্তি জানিয়েছেন বলে জানা যায়। কারণ, এই চীন-পাক ইকোনমিক করিডোরের কিছু অংশ কাশ্মীরের গিলগিট-বালটিস্তান এলাকা হয়ে গেছে। যদিও এই অংশটি ভারত দীর্ঘদিন ধরে নিজেদের দাবি করে আসছে।
বিডি-প্রতিদিন/০৩ মে, ২০১৭/ওয়াসিফ