ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থী উগ্র-ডানপন্থী মেরিন লে পেনের বিরুদ্ধে বক্তব্য চুরির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, লে পেন অপর পরাজিত প্রার্থী ফ্রাঙ্কোইস ফিলনের বক্তব্য চুরি করে নিজের বক্তব্য হিসেবে ভাষণে ব্যবহার করেছেন।
জানা যায়, গত ১লা মে সোমবার লে পেন তার বক্তব্যে যে সব কথা ব্যবহার করেছেন তা ১৫ এপ্রিল ফিলনের দেওয়া বক্তব্যের সঙ্গে অনেকখানি মিলে গেছে।
তবে লে পেনের ন্যাশনাল ফ্রন্ট পার্টির এক কর্মকর্তা জানিয়েছেন, এতে দেখা যাচ্ছে যে ফিলন থেকে লে অনুপ্রেরণা নিয়েছেন এবং এটা লে পেনকে ‘অসাম্প্রদায়িক’ হিসেবে প্রমাণ করে।
উল্লেখ্য, আগামী ৭ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফা নির্বাচনে প্রথম দফায় বিজয়ী মধ্যপন্থী ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন লে পেন। তার আগে এমন এক অভিযোগে বেশ সমালোচনার মুখে পড়েছেন তিনি।
সূত্র: মিরর
বিডি প্রতিদিন/৩ মে ২০১৭/হিমেল