ব্রিটেনে থেরেসা মের নেতৃত্বে সরকার গঠনে উত্তর আয়ারল্যান্ডের রাজনৈতিক দল ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সঙ্গে চুক্তিতে পৌঁছেছে কনজারভেটিভ পার্টি। ফলে পার্লামেন্টে ডিইউপির ১০ জন এমপির ভোট এখন কনজারভেটিভদের পক্ষে যাবে।
সোমবার ডাউনিং স্ট্রিটে দু পক্ষের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে উত্তর আয়ারল্যান্ড আগামী দুই বছরে অতিরিক্ত ১০০ কোটি পাউন্ড বরাদ্দ পাবে। এসব অর্থ উত্তর আয়ারল্যান্ডের অবকাঠামো, স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় করা হবে।
এ প্রসঙ্গে ডিইউপির নেতা আরলেন ফস্টার বলেন, চুক্তিটি ‘বিস্তৃত পরিসরে’ হয়েছে এবং 'এটি উত্তর আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যের জন্য ভালো হবে। '
অন্যদিকে প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, যুক্তরাজ্যের জন্য চুক্তিটি ‘বেশ ভালো’। ‘দেশজুড়ে সমৃদ্ধি দেখতে চাই আমরা। এ জন্য বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যকার বন্ধন ও মূল্যবোধ আমরা ভাগাভাগি করি। এ বিষয়টিকে সুরক্ষিত রেখে আরও এগিয়ে নিতে চাই আমরা।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কনজারভেটিভ পার্টির চিফ হুইপ গ্যাভিন উইলিয়ামসন ও ডিইউপির নেতা জেফরি ডোনাল্ডসন নিজ নিজ দলের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
সূত্র: রয়টার্স ও বিবিসি
বিডি প্রতিদিন/ ২৭ জুন, ২০১৭/ ই জাহান