বিশ্ববিখ্যাত প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া জানিয়েছে, তারা শিগগিরই চীনের কাছে তাদের উচ্চমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ বিক্রি পুনরায় শুরু করতে যাচ্ছে। কোম্পানিটি এক ব্লগ পোস্টে জানায়, মার্কিন সরকার তাদের রপ্তানির জন্য প্রয়োজনীয় লাইসেন্স সরবরাহে সম্মত হয়েছে।
এর মাধ্যমে ট্রাম্প প্রশাসনের এপ্রিল মাসে দেওয়া নিষেধাজ্ঞার অবসান ঘটতে যাচ্ছে। ওই নিষেধাজ্ঞার কারণে এনভিডিয়ার এইচ২০ চিপ চীনে বিক্রি নিষেধাজ্ঞার আওতায় পড়েছিল। যুক্তরাষ্ট্রের আশঙ্কা ছিল, এসব চিপ সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে।
এইচ২০ চিপটি বিশেষভাবে চীনা বাজারের জন্য তৈরি করা হয়েছিল ২০২৩ সালে। যখন বাইডেন প্রশাসন চীনের ওপর প্রযুক্তি রপ্তানিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। তবে এ বছর ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফিরে এলে এই চিপের রপ্তানি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে তার প্রশাসন।
এনভিডিয়া জানায়, বর্তমানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং চীনে অবস্থান করছেন এবং তিনি দুই দেশের সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা চালিয়ে গেছেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং এনভিডিয়ার পক্ষ থেকে কর্মসংস্থান সৃষ্টি ও যুক্তরাষ্ট্রকে বিশ্বে এইআই প্রযুক্তির শীর্ষে রাখার প্রতিশ্রুতি দেন।
অন্যদিকে, চীনা সরকারি ও শিল্পখাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে হুয়াং এআই-এর মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং নিরাপদ গবেষণা পরিচালনার উপায় নিয়ে আলোচনা করেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা কিছুটা কমেছে। মে মাসে দুই দেশ একটি অস্থায়ী শুল্ক যুদ্ধ বিরতির সিদ্ধান্তে পৌঁছায়। আগামী ১২ আগস্টের মধ্যে তারা দীর্ঘমেয়াদি একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় চীন বিরল খনিজ রপ্তানিতে নিয়ন্ত্রণ শিথিল করেছে এবং যুক্তরাষ্ট্র চীনে চিপ ডিজাইন সফটওয়্যার কোম্পানিগুলোর ওপর থেকে কিছু বিধিনিষেধ তুলে নিয়েছে।
চীন এনভিডিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বিবেচিত। দেশটি এনভিডিয়ার শীর্ষ ক্রেতাদের একটি। তাই চীনে চিপ বিক্রির অনুমতি পুনরায় পাওয়া প্রতিষ্ঠানটির জন্য একটি বড় সফলতা।
এনভিডিয়ার জন্য এটি আরও একটি মাইলফলক মুহূর্ত, কারণ গত সপ্তাহেই কোম্পানিটি বিশ্বের প্রথম প্রতিষ্ঠান হিসেবে ৪ ট্রিলিয়ন মার্কেট ভ্যালুতে পৌঁছেছে।
বিশ্লেষকরা বলছেন, এই চিপ রপ্তানির অনুমতি দুই দেশের মধ্যে প্রযুক্তি এবং বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নের একটি ইঙ্গিত। তবে দীর্ঘমেয়াদে এই সম্পর্ক কোন দিকে গড়ায়, তা নির্ভর করবে আগস্টের আলোচনার ফলাফলের ওপর।
বিডি প্রতিদিন/নাজমুল