বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। ‘সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে’ এই বিক্ষোভ করে দলটি।
মঙ্গলবার বেলা এগারোটায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরের দলীয় কার্যালয়ে সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। যা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলার সদস্য সচিব কামরুল আহসান বলেন, শাক দিয়ে মাছ ঢাকতে তারা দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে আশালীন মন্তব্য এবং কটূক্তি করছে।
বিডি প্রতিদিন/নাজমুল