সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশীপের দ্বিতীয়ার্ধে বদলে গেল বাংলাদেশ ও ভুটান ম্যাচের ভেন্যু। ম্যাচের প্রথমার্ধ হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনায়। দ্বিতীয়ার্ধ অনুষ্ঠিত হবে কিংস অ্যারেনার অনুশীলন গ্রাউন্ডে।
এর আগে আজ সকাল থেকেই ভারী বর্ষণ হচ্ছে ঢাকায়। এই বৃষ্টিতেই ফ্লাডলাইট জ্বালিয়ে খেলা শুরু হয় বসুন্ধরা কিংস অ্যারেনায়। যেখানে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ।
প্রথমার্ধে বাংলাদেশের শান্তি মার্ডির গোলে লিড নেয় বাংলাদেশ। বিরতির পর এক বিরল নজির স্থাপিত হয়। একই ম্যাচ খেলা হবে দুই ভেন্যুতে। দ্বিতীয়ার্ধের খেলা বসুন্ধরা কিংস অ্যারেনার পরিবর্তে বসুন্ধরা কিংস অ্যারেনায় প্র্যাকটিস গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে।
প্রথমার্ধের বিরতির পর প্রথমে ৩০ মিনিট মাঠ পর্যবেক্ষণের জন্য সময় নেওয়া হয়। এরপর ম্যাচ কমিশনার আরও ৩০ মিনিট সময় বাড়ান মাঠ পর্যবেক্ষণের জন্য। এরপর সিদ্ধান্ত হয় বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন ভেন্যুতে ম্যাচ পরিচলানা করার। সাফের এক ম্যাচ দুই ভেন্যুতে আয়োজনের নজির নিকট অতীতে নেই।
সূত্রমতে জানা যায়, শুরুতে ম্যাচ পরিত্যাক্ত করে দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে দুই দলই আপত্তি জানায়। ম্যাচ খেলতে চায় তারা। তবে এই মাঠে ম্যাচ চালানো সম্ভব হবে না বলে অনুশীলন ভেন্যুতে ম্যাচ আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ম্যাচে শুরুর একাদশে ৯ পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তৃষ্ণা রানি সরকার। সপ্তম মিনিটে তার শট ভুটান গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি শটে বাংলাদেশকে এগিয়ে দেন শান্তি মার্ডি। সেই এক গোল নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/বাজিত