ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে দেশটির অপতৎপরতা সমর্থনকারী ১৮টি প্রতিষ্ঠান ও ব্যক্তি এ নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
বিবৃতিতে বলা হয়, 'মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ক্ষতিকর কর্মকাণ্ডে আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা এবং সমৃদ্ধি ক্ষুণ্ন হওয়া নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। '
যুক্তরাষ্ট্র জানিয়েছে, 'ইরান হিজবুল্লাহ, হামাস, ফিলিস্তিন ইসলামিক জিহাদের মতো দলগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছে। যাতে করে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা হুমকির সম্মুখীন হচ্ছে। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার নিজ জনগণের ওপর নৃশংসতা চালিয়ে যাওয়ার পরও ইরান আসাদ সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে। '
এছাড়া, ইয়েমেনে হুতি বিদ্রোহীদেরকে সমর্থন দিয়ে ইরান সেখানকার যুদ্ধ প্রলম্বিত করছে বলেও অভিযোগ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২০ জুলাই, ২০১৭/ওয়াসিফ