সাম্প্রতিক বছরগুলোতে প্লাস্টিকের অধিক উৎপাদন এবং খোলা প্রকৃতিতে এর দ্রুত ছড়িয়ে পড়া বাড়ছে আশঙ্কাজনক হারে। বিজ্ঞানীদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে পৃথিবী খুব দ্রুতই পরিণত হবে একটি প্লাস্টিকের তৈরি গ্রহে। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত উৎপাদিত প্লাস্টিকের পরিমাণ ৮.৩ বিলিয়ন টন। আর তাদের হিসাবে ২০৫০ সাল নাগাদ প্লাস্টিকের পরিমাণ দাঁড়াবে ১২ বিলিয়ন টন।
বিবিসির খবরে বলা হয়, কোনো সন্দেহ নেই যে প্লাস্টিক একটি অতি আশ্চর্য উপাদান। স্থায়িত্ব এবং উপযোগিতার কারণেই ইস্পাত, সিমেন্ট এবং ইট ছাড়া মানুষের তৈরি আর সব কিছু থেকে এই জিনিসটির উৎপাদন হার বেশি। আর সেই সংখ্যাটি হলো ৮.৩ বিলিয়ন টন! যা কিনা নিউ ইয়র্কের ২৫ হাজার এম্পায়ার স্টেট বিল্ডিং-এর সমান। কিংবা ১ বিলিয়ন হাতির ওজনের সমপরিমাণ। আর এই বিশাল পরিমাণ উৎপাদিত প্লাস্টিকের প্রায় ৭৯ শতাংশই ছড়িয়ে পড়েছে খোলা প্রকৃতিতে। এতে করে প্রতিদিনই একটু একটু করে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ।
ড. রোল্যান্ড গেয়ার নামের এক বিজ্ঞানী বিবিসিকে বলেছেন, "এই পৃথিবী খুব দ্রুতই পরিণত হবে একটি প্লাস্টিকের তৈরি গ্রহে। অন্যথায় প্লাস্টিকের তৈরি জিনিস ব্যবহারে মানুষকে এখনই ভাবতে হবে।
সম্প্রতি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একদল ইন্ডাস্ট্রিয়াল ইকোলজিস্ট প্লাস্টিকের উৎপাদন এবং ব্যবহার ও দূষণ সম্পর্কে একটি গবেষণাপত্র প্রকাশ করেছেন। আর তাতে দেখা যাচ্ছে যে, এই বিপুল পরিমাণ প্লাস্টিক পণ্যের অন্তত অর্ধেক উৎপাদন হয়েছে গত ১৩ বছরে।
বিজ্ঞানীদের মতে, প্লাস্টিক যেহেতু পচনশীল পণ্য নয়, তাই এটিকে অত্যন্ত তাপ প্রয়োগ করে নিঃশেষ করে দেয়া দরকার। একই সঙ্গে প্লাস্টিকের সঠিক প্রয়োজন নিরুপণ করে তারপর এর উৎপাদনে যাওয়া। এজন্যে একটি সমন্বিত আলোচনার কথাও বলেছেন তারা।
বিডি-প্রতিদিন/২০ জুলাই, ২০১৭/মাহবুব