এতদিন সবাই জেনে আসছিল ১৮ হাজার বছর আগে অস্ট্রেলিয়ায় মানুষ প্রথম বসবাস শুরু করে। কিন্তু সম্প্রতি খননকাজের মাধ্যমে প্রত্নতত্ত্ববিদরা নতুন প্রমাণ উপস্থাপন করে দাবি করেছেন, এমন তথ্যে ভুল আছে।
অস্ট্রেলিয়ায় মানুষ ১৮ হাজার বছর আগে নয়, তারও আগে এসে বসবাস শুরু করে। তারা যে তথ্য দিয়েছেন তাতে অনেকেই অবাক না হয়ে পারবেন না। প্রত্নতত্ত্ববিদদের দাবি, অস্ট্রেলিয়ায় প্রায় ৬৫ হাজার বছর আগে মানুষ বসবাস শুরু করে।
অস্ট্রেলিয়ার কাকাডু ন্যাশনাল পার্কে খননকাজের মাধ্যমে বেশ কয়েকটি পাথরের সন্ধান পাওয়া যায়। যেগুলো ওই সময় কুঠার হিসেবে ব্যবহার করতেন আদিম মানুষেরা। এর ওপর ভিত্তি করেই নতুন দাবিটি তুলেছেন প্রত্নতত্ত্ববিদরা।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস ক্লার্কসন বলেন, আফ্রিকা থেকে কোন সময়টিতে মানুষ দক্ষিণ-পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়ল সে ইতিহাসে এ আবিস্কার গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। সূত্র : এবিসি
বিডি প্রতিদিন/২০ জুলাই, ২০১৭/ফারজানা