ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সীমান্ত বাহিনীর পোস্ট ধ্বংস ও ৫ ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনী। তবে তাদের এ দাবি অস্বীকার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
স্থানীয়রা জানায়, বুধবার আজাদ কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে এক কিশোরসহ দুইজন নিহত এবং ১৩ জন আহত হন।
এছাড়া পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে, এতে এক সেনাও নিহত হন। এরপর পাকিস্তান বাহিনী পাল্টা আক্রমণ চালালে ৫ ভারতীয় সেনা নিহত হন এবং তাদের পোস্ট ধ্বংস হয়ে যায়। বিবৃতিতে ভারত যুদ্ধবিরতি লঙ্ঘন করলে পাকিস্তান এভাবে পাল্টা আক্রমণ চালাবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
সূত্র: দ্য ডন
বিডিপ্রতিদিন/ ২০ জুলাই, ২০১৭/ ই জাহান