রামনাথ কোবিন্দ ও মীরা কুমারের ভোটের লড়াই শেষে আজই ঘোষণা হবে ভারতের চতুর্দশ রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল। রাষ্ট্রপতি প্রণব মুখার্জির উত্তরসূরি খোঁজে আজ সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গণনার কাজ।
আজ নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে সংসদ ভবন ঘির ফেলা হয়েছে। সংসদের ৬২ নম্বর ঘরে চলবে ভোটের ফল গণনা। মোট ৮ রাউন্ড গণনা হবে। প্রত্যেক রাউন্ডের শেষে তার ফল ঘোষণা করা হবে।
এরপর আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে বলে জানা গেছে। গত ১৭ জুলাই রাইসিনা হিলসের উত্তরসূরি নির্বাচনের লড়াই শুরু হয়।
রাজনীতিকরা বলছেন, বেশ খানিকটা এগিয়ে কোবিন্দ, এবারের রাষ্ট্রপতি নির্বাচনে রামনাথ কোবিন্দকে ভোট দিয়েছে জনতা দল ইউনাইটেড ও বিজু জনতা দলও। বিরোধীদের মুখ হয়েও এবার রাম নাথ কোবিন্দের তুলনায় বেশ কিছু ভোট কম পেয়েছেন মীরা কুমার।
পরিসংখ্যান বলছে, রাষ্ট্রপতি নির্বাচনে এবার এনডিএর প্রার্থী পেয়েছেন ৬৩ শতাংশ ভোট। নির্বাচনে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দের সঙ্গে লড়াই হয় বিরোধী প্রার্থী মীরা কুমারের সঙ্গে। দুই প্রার্থীর লড়াইয়ে সংখ্যাতত্ত্বের দিক থেকে রামনাথ কোবিন্দ এগিয়ে থাকলেও হাল ছাড়ছেন না বিরোধীদের মনোনীত প্রার্থী মীরা কুমার।
জানা গেছে, আজ বিকালের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতির নাম ঘোষণা হয়ে গেলেও আগামী ২৪ জুলাই শেষ হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের রাইসিনা অধ্যায়। তারপরই ২৫ জুলাই দেশের ১৪তম রাষ্ট্রপতি শপথ নেবেন দেশের প্রথম কোনও ‘দলিত মুখ’।
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর
বিডিপ্রতিদিন/ ২০ জুলাই, ২০১৭/ ই জাহান