ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচল প্রদেশে শিমলার কাছে বাস খাদে পড়ে ২৮ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শিমলা থেকে ১২৫ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৪০ জনের মতো যাত্রী ছিল। বাসটি রিকং পিও থেকে সোলান জেলার দিকে যাচ্ছিল।
শিমলার ডেপুটি কমিশনার রোহান চাঁদ ঠাকুর জানান, দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারে উদ্ধারকারী দল তৎপরতা শুরু করেছে। আহতদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার সাহায্য চাওয়া হয়েছে।
বিডিপ্রতিদিন/ ২০ জুলাই, ২০১৭/ ই জাহান