রাইসিনা হিলের পরবর্তী বাসিন্দা যে তিনিই হচ্ছেন সেটি আগে থেকেই অনুমান করা গিয়েছিল। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দাবি ছিল ৭০ ভাগ মানুষের ভোট পেয়ে নির্বাচিত হবেন তাদের মনোনীত প্রার্থী।
আজ বৃহস্পতিবার প্রাথমিক ভোট গণনায়ও দেখা গেছে ভারতের ১৪তম প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে রামনাথ কোবিন্দই এগিয়ে রয়েছেন।
গত ১৭ জুলাই প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আজ সকাল ১১টায় শুরু হয় ভোট গণনা।আজ বিকেল ৫টায় আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে।প্রেসিডেন্ট নির্বাচনে রামনাথ কোবিন্দের বিপক্ষে লড়ছেন বিরোধী জোটের মনোনীত প্রার্থী মীরা কুমার। সূত্র: হিন্দুস্থান টাইমস ও এনডিটিভি
বিডি প্রতিদিন/২০ জুলাই, ২০১৭/ফারজানা