নিজের বাড়িতেই খুন হলেন সাংবাদিক ও সমাজসেবী গৌরী লঙ্কেশ। মঙ্গলবার রাতে ভারতের বেঙ্গালুরুর রাজা রাজেশ্বরী এলাকায় তার বাড়িতে হামলা চালায় একদল দুর্বৃত্ত। খুব সামনে থেকে গুলি করে হত্যা করা হয় সাংবাদিক গৌরী লঙ্কেশককে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রাত ৭.৪৫ মিনিট থেকে ৮ টার মধ্যে তার বাড়িতে হামলা করেছিল দুর্বৃত্তরা। খুব কাছ থেকে সাত বা আটবার গুলি করা হয়েছে সাংবাদিক গৌরী লঙ্কেশকে।
ভারতের সাংবাদিক মহলে যথেষ্ট খ্যাতি ছিল গৌরী লঙ্কেশের। কন্নর ভাষায় ‘গৌরী লঙ্কেশ পত্রিকে’ নামের একটি ট্যাবলয়েড পত্রিকা চালাতেন তিনি। কেন্দ্রের শাসনে থাকা বিজেপি নেতাদের বিরুদ্ধে খবর করে শিরোনামে চলে এসেছিলেন লঙ্কেশ। সাংসদ প্রহ্লাদ জোশীর করা মানহানির মামলায় ছ’মাস জেলেও কাটাতে হয়েছিল তাকে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন