কিম জং উনের দেশের পরমাণু অস্ত্র প্রকল্প যে দিকে এগোচ্ছে, তাতে ‘আন্তর্জাতিক বিপর্যয়’ হয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর তাতে ব্যাপক প্রাণহানির আশঙ্কা তৈরি হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
চীনের শিয়ামেনে ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাকে গত মঙ্গলবার তিনি বলেছেন, উত্তর কোরিয়া নিয়ে ক্রমশ ‘সামরিক উন্মাদনা’-এর দিকে না এগিয়ে কূটনীতির পথে এই সঙ্কটের মোকাবিলা করতে হবে। কিম যে দিন হাইড্রোজেন বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটান, সেদিনও অবশ্য এ কথাই শোনা গিয়েছিল রুশ প্রেসিডেন্টের মুখে।
এদিন হুঁশিয়ারির সঙ্গে তার বক্তব্য, উত্তর কোরিয়ার শাসক কিম জং উন মনে করেন, তার ‘সাম্রাজ্য’ বাঁচাতে গেলে পরমাণু অস্ত্র তৈরি করতে হবে। ইরাকে সাদ্দাম হুসেনকে যে ভাবে পশ্চিমী হস্তক্ষেপে পদচ্যুত হতে হয়েছে, সেই ইতিহাস কিম দেখেছেন। এই প্রসঙ্গেই পুতিনের সতর্কতা, কিম কিন্তু ইরাকের মতো পরিণতি চান না।
রুশ প্রেসিডেন্টের কথায়, ‘‘গণ-বিধ্বংসী অস্ত্র তৈরির দাবি উড়িয়েও সাদ্দাম বাঁচতে পারেননি। তার পরিবারের লোকদেরও মরতে হয়েছিল। দেশটা শেষ হয়ে গিয়েছিল। এটা সবাই জানে আর উত্তর কোরিয়ার সব নাগরিকও জানে।’’
ব্রিকস মঞ্চের আলোচনার শেষ পর্বে পুতিন বলেন, কিমের দেশের উপরে যে কোনও ধরনের নিষেধাজ্ঞা চাপানো ‘অর্থহীন এবং তাতে কোনও প্রভাবই পড়বে না।’ রুশ প্রেসিডেন্টের সাফ কথা, কিম তার সাম্রাজ্য টিকিয়ে রাখতে দেশের লোককে উপোসী রাখতেও পিছপা হবেন না। তার মতে, ‘‘ওরা ঘাস খাবে, তবু দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে যা দরকার, সে পথ ছেড়ে নড়বে না।’’
বিডি-প্রতিদিন/ ৭ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর