প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরাগী তিনি। ভাল লাগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও। তাই প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি আঁকলেন উত্তরপ্রদেশের এক মুসলিম নারী। আর তাতেই এলো বিপদ! মোদি ও অদিত্যনাথের ছবি আঁকার অভিযোগে শ্বশুরবাড়ি থেকেই বিতাড়িত হতে হলো তাকে।
নাগমা পারভিন নামে ওই মহিলা উত্তরপ্রদেশের মাতুরি গ্রামের বাসিন্দা। গত বছরের নভেম্বর মাসে সিকন্দরপুর থানার বাসারিকপুর গ্রামের পারভেজ খানের সঙ্গে ‘নিকাহ’ হয় তাঁর। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্য নাগমার উপর অত্যাচার চালাত পারভেজ ও তার পরিবারের লোকেরা। তাও মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন নাগমা। এরমধ্যেই কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি আঁকেন নাগমা। তা স্বামীকে দেখাতেও যান। অভিযোগ, এই অপরাধেই তাঁকে বেধড়ক মারধর করা হয়। আর শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়।
বাবার বাড়ি যেয়ে সমস্ত ঘটনা শামসের খানকে জানান নাগমা। শামসেরই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশকে তিনি জানান, নাগমার শ্বশুরবাড়ির সঙ্গে তিনি কথাও বলেছলেন। কিন্তু পারভেজের পরিবারের পক্ষ থেকে বলা হয়, মোদি ও আদিত্যনাথকে যে পছন্দ করতে পারে সে পুরোপুরি মানসিক ভারসাম্যহীন। আর ওই বাড়িতে নাগমার কোনো স্থান নেই। নাগমার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান সিকন্দরপুর থানার স্টেশন অফিসার অবিনাশ কুমার সিং।
বিডি-প্রতিদিন/১০ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ