টুইটারে অত্যন্ত সক্রিয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রায়ই তিনি নিজের মতামত ও বিভিন্ন তথ্য প্রকাশ করেন টুইটারে। আর এরই মাঝে তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট গতকাল বৃহস্পতিবার হঠাৎ বন্ধ করে দেয় টুইটার। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এক কর্মীর ভুলে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গিয়েছিল।
টুইটার বলছে, প্রায় ১১ মিনিটের জন্য বন্ধ হয়ে গিয়েছিল তার অ্যাকাউন্ট। পরে তা আবার চালু করা হয়। টুইটারের এক কর্মীর অনিচ্ছাকৃত ভুলে @realdonaldtrump অ্যাকাউন্টটি বৃহস্পতিবার বন্ধ হয়ে গিয়েছিল। ট্রাম্পের প্রায় ৪ কোটি ১৭ লাখ ফলোয়ার রয়েছে ওই অ্যাকাউন্টে।
জানানো হয়েছে, বন্ধ থাকার সময় অনেকেই ট্রাম্পের অ্যাকাউন্টে প্রবেশ করতে গিয়ে বিফল হয়েছেন। সে সময় নোটিশ ছিল, "Sorry, that page doesn't exist!"
অ্যাকাউন্টটি আবার সচল হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম টুইট ছিল কর কমানোর একটি পরিকল্পনা নিয়ে।
সাধারণ ভুলের কারণে এমন ঘটনা ঘটলেও বিষয়টি তদন্ত করার কথা জানিয়েছে টুইটার।
তবে অ্যাকাউন্ট হঠাৎ বন্ধ হয়ে যাওয়া বিষয়ে অবশ্য ট্রাম্প কোনো মন্তব্য করেননি।
সূত্র : বিবিসি
বিডি-প্রতিদিন/ ০৩ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ