সিরিয়া এবং ইরাকে স্বঘোষিত সাম্রাজ্য থেকে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে আইএস। ইরাকের প্রধানমন্ত্রী হায়দর আল আবাদি শুক্রবার বলেছেন, দুটি দেশই এখন আইএসের কবল থেকে ৯৬ শতাংশ মুক্ত।
শুক্রবার স্থানীয় সময় সকালে সিরিয়া সেনা সিরিয়ার দায়ের ইজর শহর আইএসের থেকে দখল মুক্ত করে। সে খবর জানায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের দপ্তর। রাতের দিকে ইরাকের প্রধানমন্ত্রী আবাদি জানিয়ে দেন সিরিয়ার সীমান্তবর্তী শহর আল কাইয়ামের দখল নিয়েছে ইরাকি সেনা।
দুটি দেশের সরকারই জানিয়েছে, এখন শুধু ইরাক-সিরিয়া সীমান্তে মরুভূমি অঞ্চলেই কয়েক জায়গায় ঘাঁটি গেড়ে রয়েছে আইএস। দ্রুত সেখান থেকেও তাদের বের করে দেওয়া সম্ভব হবে বলে আশা করেছেন আসাদ এবং আবাদি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর