আফগানিস্তানে সেনাবাহিনীর এক অভিযানে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ কুন্দুজে অন্তত ৯ জঙ্গি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১৩ জন আহত হয়েছে বলে জানা যায়। বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, আফগান যৌথ বাহিনী ও ন্যাটো বাহিনী শুক্রবার রাতে গোলযোগপূর্ণ তালেবান ঘাঁটি এলাকা খান আবাদে এ অভিযান চালায়। এতে দু’জন কমান্ডারসহ নয় জঙ্গি নিহত এবং ১৩ জন নিহত হয়। ওই অঞ্চল ভিত্তিক স্থানীয় এক সেনা কর্মকর্তা এ কথা জানায়।
বেসরকারি বিভিন্ন সূত্রে জানা যায়, রাতভর ওই অভিযানে খান আবাদে বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও আহত হয়েছেন। প্রাদেশিক হাসপাতালের এক বলেন, এক শিশুসহ পাঁচজন বেসামরিক নাগরিককে আজ শনিবার সকালে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই ব্যাপারে তালিবান কোনো মন্তব্য করেনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার