এক সময়ের বিশ্বের ত্রাস ছিল ওসামা বিন লাদেন। সম্প্রতি তার অন্য এক রূপের কথা প্রকাশ করেছে আমেরিকার ইনটেলিজেন্স এজেন্সি (সিআইএ)। বিশ্ব যখন কাঁপছে তার ভয়ে, তিনি তখন ল্যাপটপে মুখ গুঁজে জেরির পিছনে টমের ছুট লাগানো দেখছেন। নয়তো মিস্টার বিনের অদ্ভুত সব কাণ্ডকারখানা দেখে হেসে লুটিয়ে পড়ছেন।
সিআইএ'র প্রকাশিত তথ্য অনুযায়ী, ওসামার বাজেয়াপ্ত ল্যাপটপ থেকে ৪ লক্ষ ৭০ হাজার ফাইল উদ্ধার করা হয়েছে। এই ফাইলগুলোর মধ্যে বেশির ভাগই সন্ত্রাস সংক্রান্ত তথ্য বা ভিডিও। কিন্তু তার মধ্যে এমন কিছু ভিডিও ছিল, যা দেখে তাজ্জব হয়ে যান ইনটেলিজেন্স এজেন্সির অফিসাররাও।
লাদেনের ল্যাপটপ থেকে পাওয়া গেছে টম অ্যান্ড জেরি কার্টুন ভিডিও, কার্টুন ফিল্ম থেকে একাধিক হলিউড সিনেমা। তার মধ্যে যেমন রয়েছে জ্যাকি চ্যানের অ্যাকশন ফিল্ম, তেমনই রয়েছে ‘কারস্’ বা ‘চিকেন লিটল'র মতো কার্টুন ফিল্মও।
আবার ‘রেসিডেন্ট এভিল’-এর মতো অ্যাকশন ফিল্মও দেখতে পছন্দ করতেন তিনি। এমনকী দুই শিশুর হাসির কাণ্ড নিয়ে ভাইরাল ভিডিও ‘চার্লি বিট মাই ফিঙ্গার’ও রয়েছে তার ল্যাপটপে। অবসর সময়ে আমাদের মতোই ভিডিও গেমে বুঁদ হয়েও থাকতেন সাবেক এই তালেবান প্রধান।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর