যেকোন মুহূর্তে ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পাকিস্তান প্রস্তুত আছে বলে ফের হুঁশিয়ারি দিল ইসলামাবাদ। দেশটির সংবাদমাধ্যম জিও টিভিতে সাক্ষাৎকার দিতে গিয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেন, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করতেও তৈরি আমরা। তিনি বলেন, যেন এমন পরিস্থিতি কখনও না তৈরি হয়, তবে যদি প্রয়োজন পড়ে আমরা অবশ্যই পরমাণু অস্ত্র ব্যবহার করব। খবর কলকাতা টুয়েন্টিফোর।
ভারত ও চীন যেমন পরমাণু অস্ত্র প্রথম নিক্ষেপে বিশ্বাস করে না, পাকিস্তান কিন্তু ঠিক তার উল্টো নীতিতেই বিশ্বাসী। বরাবরই পাকিস্তান পরমাণু অস্ত্র নিক্ষেপের হুমকি দিয়ে এসেছে। ভারতের দিক থেকে যেকোন ধরনের হামলার জবাবে পাকিস্তান পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে বলে সতর্ক করেছে। খাজা আসিফই প্রথম ব্যক্তি নন, যিনি এমন হুমকি দিলেন। এর আগে প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মোশারফও একই হুমকি দিয়েছেন। তিনি বলেছিলেন, যদি আমাদের অস্তিত্ব প্রশ্নের মুখে পড়ে যায়, তাহলে কেন পরমাণু অস্ত্র ব্যবহার করব না?
বিডি প্রতিদিন/এ মজুমদার