যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার জানিয়েছেন উত্তর কোরিয়াকে 'সন্ত্রাসের মদদদাতা' হিসেবে আখ্যায়িত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের রক্তচক্ষুকে উপেক্ষা করে একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে গেছে উত্তর কোরিয়া। এমনকি যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপ মাত্র ১৪ মিনিটে উড়িয়ে দেয়ারও হুমকি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।
ম্যাকমাস্টার বলছেন, উত্তর কোরিয়াকে আমরা সন্ত্রাসবাদের মদদদাতার তকমা দেয়ার কথা ভাবছি। খুব শিগগিরই আপনারা বাকিটা জানতে পারবেন।
তবে উত্তর কোরিয়ার দাবি, যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে। কোরিয়া উপদ্বীপের আকাশে মহড়া চালিয়েছে দু’টি মার্কিন বোমারু বিমান। মার্কিন বাহিনীর সঙ্গে মহড়া দিয়েছে জাপান আর দক্ষিণ কোরিয়ার বাহিনীও। যুক্তরাষ্ট্র বিষয়টি স্বীকারও করেছে। তাদের দাবি, গুয়ামে মার্কিন বায়ুসেনা ঘাঁটি অ্যান্ডারসন থেকে বোমারু বিমান উড়ে গেছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার ভাষ্য মোতাবেক, বোমারু বিমানের মহড়া চালিয়ে কোরিয়া উপদ্বীপে উত্তেজনার পারদ চড়াতে চাইছে ওয়াশিংটন। উত্তর কোরিয়া তাদের সার্বভৌমত্বেও হস্তক্ষেপের অভিযোগ তুলেছে। তবে যুক্তরাষ্ট্রের দাবি, আগ্রাসন নয়, রুটিন মাফিক মহড়া চালানো হয়েছে।
বিডিপ্রতিদিন/ ৫ নভেম্বর, ২০১৭/ ই জাহান