প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালনের পদত্যাগে ঝড় বয়ে গেছে ব্রিটেনের মন্ত্রণালয়ে। কয়েক বছর আগে এক নারী সাংবাদিকের হাঁটুতে হাত রেখেছিলেন ফ্যালন। বিষয়টির জন্য ক্ষমা চেয়ে সরে দাঁড়ান তিনি। কিন্তু তার পদত্যাগে বিস্ময় প্রকাশ করেন খোদ জুলিয়া হার্টিলি নামের সেই নারী সাংবাদিক। তিনি ফ্যালনের পদত্যাগের সিদ্ধান্তকে 'হাস্যকর' বলেও মন্তব্য করেন।
ব্রিটিশ সংবাদপত্র অবজারভার জানাচ্ছে, শুধু সে কারণেই পদত্যাগ করেননি ফ্যালন। তার কুকীর্তির পরিমাণ অনুমানের চেয়েও বড়। ফ্যালনের পদত্যাগের আগে জ্যান ম্যারিক নামের এক নারী সাংবাদিকের ফোন গিয়ছিল ডাউনিং স্ট্রিটে। ওই নারী জানান, দুপুরের খাবারের পর তার দিকে গিয়ে যান ফ্যালন। যেটা ছিল খুব অস্বস্তিকর। তাকে চুমু খাওয়ার চেষ্টাও করেছিলেন ফ্যালন।
এরপরই ফ্যালনের পদত্যাগের সিদ্ধান্তের বিষয়টি প্রকাশিত হয়। ধারণা করা হচ্ছে, ওই ফোন কলের জন্যই সরে দাঁড়াতে হয় ফ্যালনকে। ডেইলি মেইলের এক প্রতিবেদক জানান, ২০০৩ সালের ওই ঘটনায় জ্যান প্রচণ্ড ভয় পান এবং প্রেস গ্যালারিতে আমার অফিসে চলে আসেন।
জ্যান বলেন, 'আমি খুবই অপমানিত ও লজ্জা বোধ করছিলাম। নিজেকেই দোষ দিচ্ছিলাম। মনে হয়েছে আমারই দোষ ছিল। কিন্তু গত কয়েকবছর ধরে আমি আরও অনেক ব্রিটিশ এমপির সঙ্গে খাওয়াদাওয়া করেছি। কিন্তু তারা কেউই আমার সঙ্গে এমন আচরণ করেননি। এখন আমি জানি সেই ঘটনায় আমার হাত ছিল না।' সূত্র : গার্ডিয়ান
বিডি প্রতিদিন/৫ নভেম্বর, ২০১৭/ফারজানা