আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন জোট বাহিনীর এক মার্কিন সৈন্য মারা গেছে।
রবিবার জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, শনিবার বিকেলে কাবুল থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে লোগার প্রদেশে অভিযানকালে তিনি গুরুতর আহত ও পরে মারা যান।
আফগানিস্তানে মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল জন নিকলসন বলেন, ‘আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর পক্ষে আমরা আমাদের নিহত ভাইয়ের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘মর্মান্তিক এই ঘটনা সত্ত্বেও আফগান জনগণের প্রতি আমরা আমাদের প্রতিজ্ঞা বাস্তবায়নে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই অভিন্ন লড়াইয়ে তাদের সহায়তায় কাজ করে যাচ্ছি।’
উল্লেখ্য, চলতি বছর এখনও পর্যন্ত আফগানিস্তানে ১৪ বিদেশী সৈন্য প্রাণ হারিয়েছে।
বিডিপ্রতিদিন/ ৫ নভেম্বর, ২০১৭/ ই জাহান