তিরান ও সানাফির নামের দু'টি দ্বীপ সৌদি আরবের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত অসাংবিধানিক নয় বলে চুক্তি বহাল রাখতে রায় দিয়েছে আদালত। শনিবার মিসরের মিসরের সর্বোচ্চ আদালত এ রায় দেয়।
জানা গেছে, তিরান ও সানাফির দ্বীপ দু'টির নির্দিষ্ট কোনো মালিকানা ছিল না। দ্বীপ দু'টি সংবেদনশীল এলাকায় অবস্থিত। শুধু তাই নয়, তিরান ও সানাফির দ্বীপ নিয়ে রাজনৈতিক টানাপড়েনও চলছিল।
এর আগে, ২০১৬ সালে মিসর সফরে গিয়ে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ কোটি-কোটি ডলার বিনিয়োগ ও স্বল্প সুদে ঋণ প্রদানের ঘোষণা দেন। এ পরিপ্রেক্ষিতে মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি তিরান ও সানাফির দ্বীপের মালিকানা সৌদি আরবকে হস্তান্তরের ঘোষণা দেন। পরবর্তিতে প্রেসিডেন্টের ওই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করে মিসরের জনতা। মিসরের দু'টি নিম্নআদালতও সৌদি আরবের সঙ্গে হওয়া এ চুক্তিকে অবৈধ বলে রায় দেয়।
সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/৫ মার্চ, ২০১৮/ওয়াসিফ