পেরুর দক্ষিণপূর্বাঞ্চলীয় আয়াকুচোর আন্দিয়ান এলাকায় বুধবার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যাওয়ায় অন্তত ১০ জন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ। খবর এএফপি’র।
বাসটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিলেন। ভোরে ইন্টারোসিয়ানিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। মহাসড়কটি ব্রাজিলের সাথে পেরুকে সংযুক্ত করেছে।
পুকুইয়োর পুলিশ কর্মকর্তা জোস রমিরেজ বলেন, ‘এ দুর্ঘটনায় আমরা এ পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পেয়েছি।’
এছাড়া এই দুর্ঘটনায় আহত ২০ যাত্রীকে পুকুইয়ো ও হুয়ান্তা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/০৮ মার্চ ২০১৮/এনায়েত করিম