ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে বৃহস্পতিবার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। দেশটির আবহাওয়া সংস্থা এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
সংস্থার এক কর্মকর্তা সিনহুয়াকে জানান, মালুকু প্রদেশের ৩৫ কিলোমিটার উত্তরপূর্বে সেরাম তিমুরে স্থানীয় সময় সকাল ১০টা ৫১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সমুদ্র তলদেশের ১০ কিলোমিটার গভীরে।
বিডি প্রতিদিন/০৮ মার্চ ২০১৮/এনায়েত করিম