ভারতের পশ্চিম মেদিনীপুরের লালগড় বাঘ, হাতির আতঙ্কে রয়েছে গ্রামবাসী। হুগলির গোঘাটের পশ্চিমপাড়াও দুই দাঁতালের তাণ্ডবে জড়োসড়ো। ঘরবাড়ি ছেড়ে প্রায় গোটা গ্রামের মানুষ প্রাণ বাঁচাতে রাস্তায় আশ্রয় নেন। হাতির হামলায় বাড়ি ভাঙচুরের পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতি হয়। হাতির আক্রমণে ভারতের পশ্চিমপাড়া অঞ্চলের তিন জন আহন হন।
জানা যায়, জঙ্গল থেকে দুটি হাতি বৃহস্পতিবার ভোরে পশ্চিমপাড়ায় ঢুকে পড়ে। তারপর শুরু হয় দৌরাত্ম্য। হাতির আক্রমণে তিনজন আহত হন। একটি হাতি ৪০ থেকে ৪৫ মিনিট ধরে তাণ্ডব চালানোর পর পশ্চিম মেদিনীপুরের দিকে ফিরে গেলেও আর একটি হাতি থেকে যায়। ওই হাতিটি শুরু করে ধ্বংসলীলা।
বিডি প্রতিদিন/এ মজুমদার