যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী হিসেবে অপরাহ উইনফ্রেকেই চান। ট্রাম্প দাবি করেছেন, নির্বাচনী প্রচারণায় নামা হবে অপরাহ জন্য 'বেদনাদায়ক অভিজ্ঞতা'।
চলতি বছরের শুরুর দিকে গোল্ডেন গ্লোবে অপরাহ বক্তৃতা দেন। সেটির সূত্র ধরেই ২০২০ সালের নির্বাচনে অপরাহর অংশগ্রহণ নিয়ে গুঞ্জন ছড়ায়।পরে এটি নিয়ে জোরালোভাবে আলোচনা শুরু হলে 'প্রার্থিতা করছি না' বলে জানান অপরাহ। কিন্তু আলোচনা থামেনি।
শনিবার রাতে একটি অনুষ্ঠানে ট্রাম্প তার পরবর্তী নির্বাচনী স্লোগান সম্পর্কে সবাইকে জানান। ২০১৬ সালে তার নির্বাচনী স্লোগান ছিল, আবার আমেরিকাকে মহান করো'। ২০২০ সালে নির্বানের সময় ট্রাম্পের স্লোগান হবে, 'আমেরিকাকে মহান রাখো'। ওই সময়েই ট্রাম্প দাবি করেন, তিনি অপরাহকে ভালোভাবেই চেনেন। তিনি বার বার জোর দিয়ে বলেন অপরাহর সঙ্গে নির্বাচনী লড়াইয়ে নামতে চান। ট্রাম্প বলেন, আমি অপরাহকে হারিয়ে দিতে চাই। আমি তার দুর্বলতা কোথায় সেটা জানি।
গত মাসেও অপরাহকে 'অনেক বেশি অনিরাপদ' আখ্যা দিয়ে টুইট করেন ট্রাম্প। সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/১১ মার্চ, ২০১৮/ফারজানা