আগামী মাসেই মালয়েশিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচনকে সামনে রেখে আজ থেকে দেশটিতে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নাজিব রাজাক এবারের নির্বাচনে কঠিন প্রতিকূলতার সম্মুখীন হতে যাচ্ছেন বলে জানা গেছে। খবর এএফপির।
খবরে বলা হয়, পার্লামেন্টের ২২২টি আসনে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১১ দিন প্রচারণার সুযোগ পাবেন প্রার্থীরা।
এদিকে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ ওঠায় এবারের নির্বাচনে কঠিন প্রতিকূলতার সম্মুখীন হতে যাচ্ছেন তিনি। এছাড়াও এবার দেশটির প্রবীণ অবিসংবাদিত নেতা মাহাথির মোহাম্মদ (৯২) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।
বিডি প্রতিদিন/২৮ এপ্রিল ২০১৮/হিমেল