নির্যাতনের প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে তিনশরও বেশি দলিত হিন্দুত্ব ছেড়ে বৌদ্ধ ধর্মে দীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতের গুজরাটের গীর সোমনাথ জেলার দুটি গ্রামে রবিবার এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
অতি সম্প্রতি ভারতে কয়েকটি রাজ্যে বিভিন্ন ইস্যুতে দলিতরা সহিংস বিক্ষোভ করেছে। নির্যাতিত এক যুবকের জানান, দলিতদের বিদ্রোহ এগিয়ে নিতেই আমরা বৌদ্ধ ধর্ম গ্রহণ করলাম। আরো যেসব দলিত নীরবে নির্যাতন ভোগ করছে, তারাও আজ কিংবা কাল বৌদ্ধ হয়ে যাবে।
তিনি আরও জানান, আমাদের ছেলেদের নির্মমভাবে বেত মারার ঘটনার দুই বছর হলো। অথচ এখন পর্যন্ত রাজ্য সরকার কিছুই করলো না। আমরা সুবিচার পাইনি এবং অভিযুক্তরা জামিন পেয়ে ঘুরে বেড়াচ্ছে।
উল্লেখ্য, গুজরাতের উনার মোটা সমাধিয়ালা গ্রামে 'গো-রক্ষক' উচ্চ বর্ণের হিন্দুরা ২০১৬ সালে বেশ কয়েকজন দলিত যুবককে মরা গরুর চামড়া ছাড়ানোর জন্য জনসমক্ষে বেঁধে বেত দিয়ে পিটিয়েছিলেন। কিন্তু গত রবিবার ধর্ম ত্যাগীদের তালিকায় রয়েছেন ওই নির্যাতিত যুবক ও তাদের পরিবারের সদস্যরাও।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর