ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের কয়েকটি স্থানে বজ্রপাতে অন্তত ১১ জনের মৃত্যু ও আট জন আহত হয়েছে। সোমবার দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
রাজ্যের মধুবানি, মুজাফফরপুর, সুপল, ভাগলপুর, মাধেপুরা ও পুর্নিয়া জেলায় এসব হতাহতের ঘটনা ঘটে। খবর সিনহুয়া’র।
এক কর্মকর্তা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় এই সব হতাহতের খবর পাওয়া গেছে।’
বিডি প্রতিদিন/২৩ নভেম্বর ২০১৭/এনায়েত করিম