বিদ্যুৎ-বিভ্রাটের কবলে পড়ায় নেদারল্যান্ডের আমস্টারডাম স্কিফোল এয়ারপোর্ট বন্ধ রাখা হয়েছে। বিশ্বের অন্যতম সেরা এই বিমানবন্দরে এই ঘটনা ঘটায় বিপুল সংখ্যক যাত্রী দুর্ভোগে পড়েছেন। রবিবার রাতে ওই বিমানবন্দর এ ঘটনা ঘটে। এরপর এয়ারপোর্টের অধিকাংশ সেবাই বন্ধ হয়ে যায়। এছাড়া কর্তৃপক্ষ বেশ কিছু ফ্লাইট বাতিল করতেও বাধ্য হয়। এতে ভোগান্তিতে পড়েন বিপুল সংখ্যক যাত্রী।
রাতে বিদ্যুৎ বিভ্রাটের পর সকালে তা চালু করা সম্ভব হলেও বিপুল সংখ্যক যাত্রী বিলম্বিত ফ্লাইটগুলোতে চড়ার অপেক্ষায় ছিলেন। এ সময় সকালের ফ্লাইটের জন্য নতুন করে যাত্রীরা আসতে থাকলে এয়ারপোর্টটি লোকে লোকারণ্য হয়ে যায়। ফলে বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের বিমানবন্দরে আসতে নিষেধ করতে থাকেন।
এ বিষয়ে এয়ারপোর্ট কর্তৃপক্ষ এক টুইট বার্তায় জানায়, ‘চেক-ইন ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের এয়ারপোর্ট ত্যাগ করতে পরামর্শ দেওয়া হচ্ছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এয়ারপোর্টে গাড়ি ও ট্রেনে করে প্রবেশও বন্ধ থাকবে। সকাল নয়টা পর্যন্ত কোনো ফ্লাইটও এয়ারপোর্টে আসবে না।’
বিদ্যুৎ বিভ্রাটের সময় ভোর ৪টা ২০ মিনিটে অপেক্ষমাণ যাত্রীদের এয়ারপোর্ট ত্যাগ করার আহ্বান জানানো হয়। এ সময় সব ইনকামিং ফ্লাইট সকাল নয়টা পর্যন্ত বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়। এতে ব্যাপক দুর্ভোগে পড়েন যাত্রীরা।
বিডি প্রতিদিন/২৩ নভেম্বর ২০১৭/এনায়েত করিম