অবশেষে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি শান্ত হতে চলেছে। শিগগিরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের মধ্যে আলোচনা হতে যাচ্ছে।
এ ব্যাপারে হোয়াইট হাউস টুইট করে জানিয়েছে, কিমের সঙ্গে আলোচনার প্রস্তুতি চলছে। আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা হতে পারে।
তবে এই বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও চূড়ান্ত হয়নি। কিন্তু, বিশেষ সূত্রে খবর মার্কিন প্রশাসনের সম্ভাব্য বৈঠকে স্থান নির্ধারণের প্রাথমিক পর্যায়ে রয়েছে মঙ্গোলিয়া ও সিঙ্গাপুর।
এর আগে, শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেন। যেখানে কোরীয় দেশটির পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে উল্লেখ করেন। তিনি বলেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক।
বিডি প্রতিদিন/৩০এপ্রিল ২০১৮/ওয়াসিফ