বাল্টিক সাগরে ফের মুখোমুখি হয়েছে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যুদ্ধ বিমান। মাঝ আকাশে দুই দেশের বিমানের দূরত্ব ছিল মাত্র ২০ ফুট।
জানা গেছে, বাল্টিক সাগরের আন্তর্জাতিক আকাশ সীমা দিয়ে ওড়ার সময় মাঝ আকাশে রাশিয়ার যুদ্ধবিমানের মুখোমুখি হয় মার্কিন নেভির পি-৮ প্লেন। এটি রাশিয়ান এসইউ-২৭ জেট বিমানের খুব কাছাকাছি চলে আসে। এক পর্যায়ে উভয় প্লেনের দূরত্ব ২০ ফুটের মধ্যে চলে আসে।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘটনাটিকে অত্যন্ত ‘অপেশাদারী’ আচরণ হিসেবে বর্ণনা করা হয়েছে।এর আগেও মার্কিন প্লেন সে এলাকায় ওড়ার সময় বাধা দিয়েছিল রাশিয়ান ফাইটার জেটগুলো। তবে এবার রাশিয়ার বিমানগুলোর আচরণ বেশ বিপজ্জনক ছিল বলেই মনে করছেন তারা।
এ ঘটনায় মার্কিন মুখপাত্র হিথার নিউয়ার্ট বলেন, রাশিয়ার সামরিক বাহিনী স্পষ্টত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।
তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়ে সম্পূর্ণ বিপরীত তথ্য দিয়েছেন। তিনি অভিযোগ করেন, মার্কিন প্লেনটিই আকাশে ওড়ার সময় রাশিয়ান প্লেনের কাছাকাছি চলে এসেছিল।
বিডি-প্রতিদিন/ ই-জাহান