বিদ্রোহীদের হামলায় দক্ষিণ আফ্রিকার দেশ মালি’র উত্তরাঞ্চলে তুয়ারেগ জাতিগোষ্ঠীর অন্তত ১৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। মেনাকা শহরের ১৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত তিন্দিবাওয়েন ও নানৌত কোতিয়া গ্রামে মঙ্গলবার হামলা চালিয়েছে বিদ্রোহীরা।
খবরে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে মালি’তে সশস্ত্র দলগুলোর মধ্যে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। ‘ফুলানি’ নেতাদের সমর্থক ও তুয়ারেগ সম্প্রদায়ের মধ্যে সংঘাতের হার বৃদ্ধি পেয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে, ফ্রান্স সমর্থিত তুয়ারেগ বেসামরিক নাগরিকদের প্রতিরক্ষা দলগুলো জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা সংশ্লিষ্ট দলগুলোর বিরুদ্ধে লড়াই করেছে।
বিডি প্রতিদিন/৩ মে ২০১৮/ওয়াসিফ