প্রেমের পথে কাঁটা সরাতে এক তরুণীর প্রেমিককে হত্যা করল সেই তরুণীরই ভারতীয় বংশোদ্ভূত এক সহকর্মী। সানফ্রানসিস্কো বিমানবন্দরে ঘটেছে এই ঘটনা। অভিযুক্তের নাম কেভিন প্রসাদ। সেই বিমানবন্দরে ওই তরুণীর সঙ্গেই নিরাপত্তারক্ষীর কাজ করতো কেভিন।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল কেভিন। এমনকি দামি উপহার দেওয়ারও চেষ্টা করতো সে। কিন্তু সেই তরুণী স্পষ্ট জানিয়েছিলেন, তার একটি তিন বছরের সন্তান এবং দীর্ঘদিনের প্রেমিক রয়েছেন, তাই তার পক্ষে কোনও সম্পর্কে জড়ানো সম্ভব নয়।
এরই মধ্যে গত সপ্তাহে প্রেমিককে নিয়ে গাড়ি চালানোর সময় এক অজ্ঞাতপরিচয় মুখোশধারী হামলা চালায় সেই তরুণীর ওপর। তদন্তে নেমে পুলিশের সন্দেহ হয়, সম্ভবত কোনও পরিচিতই এর সঙ্গে জড়িয়ে রয়েছে।
সন্দেহের বশেই আটক করা হয় কেভিনকে। জেরায় সে অপরাধ স্বীকার করে। এই কাজে রিভেরা নামে প্রসাদের এক বন্ধু তাকে সাহায্য করেছিল। তার খোঁজে তল্লাশি চলছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর