অবিলম্বে উত্তর কোরিয়াকে সমস্ত পরমাণু অস্ত্র ধ্বংস করার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র সচিব মাইক পম্পেও। প্রাক্তন সিআইএ প্রধান মাইক পম্পেও বলেন, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ধ্বংস করার প্রক্রিয়া এখনও শুরু হয়নি। একই সঙ্গে তিনি বলেন, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র এমনভাবে ধ্বংস করার ব্যবস্থা করতে হবে যাতে দেশটি আবার তা বানাতে না পারে।
শুধু তাই নয়, পুরো প্রক্রিয়া হতে হবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সামনে। এমনটাই জানিয়েছেন প্রাক্তন এই সিআইএ প্রধান।
উল্লেখ্য, সম্প্রতি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে পিয়ংইয়ংয়ে গোপনে সাক্ষাৎ করেন পম্পেও। সেখানে কিম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে নিজের সম্মতির কথা জানান। এছাড়া, গত কয়েকদিন আগে কিম ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের মধ্যে ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই কোরিয়ার শীর্ষ নেতারা কোরীয় উপদ্বীপকে পুরোপুরি পরমাণু অস্ত্রমুক্ত করার লক্ষ্যে যৌথভাবে কাজ করার ঘোষণা দেন।
বিডি প্রতিদিন/৪ মে ২০১৮/ওয়াসিফ