আফগানিস্তানের বাগলান প্রদেশের একটি ইলেকট্রিক স্টেশন থেকে সাত ভারতীয় ইঞ্জিনিয়ার অপহৃত হয়েছেন। স্থানীয় সময় রবিবার তাদের অপহরণ করা হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, অপহৃত ইঞ্জিনিয়াররা দ্য আফগানিস্তান ব্রেসনা শেরকাট নামে একটি নির্মাণ সংস্থায় কাজ করতেন।
বাগলান পুলিশের মুখপত্র জাবিউল্লা সুজা বলেছেন,‘সকালে একটি সরকারি পাওয়ার সাব স্টেশনে বাসে চেপে যাচ্ছিলেন ওই ভারতীয় ইঞ্জিনিয়াররা। পথে বাগ-এ-সামাল নামে একটি গ্রামের কাছে কয়েকজন বন্দুকধারী বাসটিকে থামায়। গাড়ির চালক ও সাত ভারতীয়কে সেখান থেকেই অপহরণ করা হয়।’
কাবুলে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা অপহরণের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। দূতাবাসের পক্ষ থেকে ইঞ্জিনিয়ারদের মুক্ত করার সব রকম চেষ্টা চালানো হচ্ছে বলে জানানো হয়েছে। এখনও কোনও সংগঠন অপহরণের দায় স্বীকার করেনি। মুক্তিপণ চেয়ে কোনও যোগাযোগও করেনি অপহরণকারীরা। ধারণা করা হচ্ছে, তালেবানের মদদপুষ্ট কোনো সংগঠন হয়তো এ কাজ করে থাকতে পারে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান