আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় এলাকার একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ১৪জন নিহত ও ৩৩জনেরও বেশি আহত হয়েছেন। ওই মসজিদের নাম খোস্ত মসজিদ। মসজিদটি ভোটার নিবন্ধন কেন্দ্র হিসেবে ব্যবহার হয়ে আসছিল।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরুহ জানান, রবিবার খোস্ত মসজিদের ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই এতে ১৪ জন নিহত ও ৩৩জনের বেশি আহত হয়েছেন। এরা সবাই সরকারি কর্মকর্তা।
এই ঘটনায় মসজিদে নামাজ পড়া এবং ভোটার নিন্ধনের কার্যক্রম বন্ধ রয়েছে।এই হামলার দায় কেউ স্বীকার করেনি।
এদিকে তালিবানদের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ ঘটনায় তালিবানের কোনও সম্পর্ক নেই বলে উল্লেখ করেছেন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান