নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য কদুনায় একটি গ্রামের দস্যুদের আক্রমণে অন্তত ৫১জন নিহত হয়েছেন। ওই গ্রামে গবাদি পশু ডাকাতি করতে দস্যু দল আক্রমণ চালায় এবং ঘর বাড়িতে অগ্নিসংযোগ ও গোলাগুলি করে।
স্থানীয় গণমাধ্যম বলছে, কদুনা রাজ্যের বিরিনা গাওয়ারি এলাকার গাওয়াসাকা গ্রামের রবিবার স্থানীয় সময় আড়াইটায় দস্যুরা গ্রামে হামলা চালায়। এরপর নিরাপত্তাবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে দস্যুদের প্রতিহত করে।
এর আগে গত মাসেও ওই এলাকায় এ ধরণের হামলার ঘটনায় ১৪ জন নিহত হয়েছিল।
বিডি-প্রতিদিন/ ই-জাহান