মুকেশ অাম্বানি ও নীতা আম্বানির মেয়ে ঈশা আম্বানি। চলতি বছরের ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। তবে বিয়ের দিন এখনও নির্দিষ্ট হয়নি। কিন্তু ভারতের শীর্ষ ধনীর মেয়ের কার সঙ্গে বিয়ে হচ্ছে সেটা নিয়ে অনেকের আগ্রহ রয়েছে।
ভারতীয় গণমাধ্যম বলছে, পিরামল রিয়েলটির মালিক আনন্দ পিরামলকে বিয়ে করতে চলেছেন ঈশা। ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া থেকে স্নাতক এবং হার্ভার্ড বিজনেস স্কুল থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন আনন্দ। বর্তমানে তিনিই পিরামল এন্টারপ্রাইজের এক্সিকিউটিভ ডিরেক্টর।
আনন্দ অাম্বানিদের পারিবারিক বন্ধু। সেই সূত্রে খুব ছোট থেকেই ঈশার সঙ্গে তাঁর বন্ধুত্ব। তবে দুই বাড়ি থেকে তাঁদের বিয়ে ঠিক করে দেয়নি। বরং তাঁরা নিজেরাই নিজেদের পছন্দ করেছেন।
সম্প্রতি মুম্বাইয়ের মহাবালেশ্বরে একটি মন্দিরে ভ্রহণে গিয়েছিলেন আনন্দ এবং ঈশা। তখনই বন্ধুকে বিয়ের প্রস্তাব দেন আনন্দ। সাথে সাথে বিয়েতে মতও দিয়ে দেন ঈষা। সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিডি-প্রতিদিন/০৬ মে, ২০১৮/মাহবুব