বিয়েতে রাজি নয় নাবালিকা প্রেমিকা। আর এতে করে প্রেমিকার মুখ বেঁধে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করে প্রেমিক! এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খণ্ডের পাকুড় জেলায়। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ওই নাবালিকাকে পশ্চিমবঙ্গের মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো ওই প্রেমিকার শরীরের অবস্থা সম্পর্কে জানা যায়নি।
জানা যায়, ওই নাবালিকা প্রেমিকাকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করার চেষ্টা করেছিল প্রেমিক। সফল না হওয়ায় প্রেমিকার গায়ে অ্যাসিড নিক্ষেপ করে ওই প্রেমিক। শুধু তাই নয়, এরপরে নাবালিকার মুখ বেঁধে তার গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টাও করে প্রেমিক।
কলকাতা টুয়েন্টিফোর'র প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় ওই নাবালিকার দেহের অনেকটা অংশ পুড়ে যায়। এখনও পর্যন্ত তার শরীরের অবস্থা সম্পর্কে নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।
বিডি প্রতিদিন/এ মজুমদার