ভয়ঙ্কর রূপ নিয়েছে জাপানের পশ্চিমাঞ্চলের বন্যা ও ভূমিধস। এতে মৃতের সংখ্যা বেড়ে ১৪১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এছাড়া এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে।
জানা গেছে, উদ্ধারে উদ্ধারকর্মীরা নিখোঁজদের কাজ করে গেলেও ভূমিধসের কারণে কাদা জমে অভিযানে কিছুটা ব্যাঘাত ঘটছে। এখন পর্যন্ত ওই অঞ্চল থেকে প্রায় ২০ লাখ মানুষকে উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকায় আশপাশের এলাকাও ধস ঝুঁকিতে রয়েছে।
এদিকে, ওকোইয়ামা প্রদেশে এখনও বন্যা সতকর্তা জারি রয়েছে। তবে কর্তৃপক্ষ আশা করছে, কয়েকদিনের মধ্যে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে। তখন উদ্ধার কার্যক্রমে কোনো অসুবিধা হবে না।
এর আগে জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, কোচি অঞ্চলে তিন ঘণ্টায় ২৬.৩ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
প্রসঙ্গত, গত তিন দশকের মধ্যে ভয়াবহ এ বর্ষণে এবারই সবচেয়ে বেশি মানুষের প্রাণহানির খবর জানালো কর্তৃপক্ষ।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ ১০ জুলাই ২০১৮/ ওয়াসিফ