থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় ১৭ দিনের ভয়াবহ অভিযান শেষে উদ্ধার করা হয়েছে ফুটবল দলের সদস্যদের। আর তারই জের ধরে সেই ফুটবল দলের তিন সদস্যকে নাগরিকত্ব দিতে পারে দেশটির সরকার। আগামী ছয় মাসের মধ্যে তাদের নাগরিকত্ব দিতে পারে থাই সরকার। শুক্রবার থাই নিউজ সাইট দ্য নেশনের বরাত দিয়ে চ্যানেল নিউজ এশিয়া এমনটাই জানিয়েছে।
এ ব্যাপারে থাইল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শিশু ও যুব বিভাগের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, দুই কিশোর ফুটবলার পর্নচাই কামলুয়াং, আদুল সাম-অন ও কোচ একাপল চানথাওয়াং-এর দেশটির নাগরিকত্ব নেই। প্রসঙ্গত, পর্নচাই কামলুয়াং ও কোচ একাপল চানথাওয়াং উভয়েরই জন্ম মিয়ানমারে।
ওই খবরে আরও বলা হয়েছে, জাতীয় যাচাই প্রক্রিয়ার ক্ষেত্রে তাদের তিনজনকে আইনি সহায়তা দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ। কাগজপত্র ঠিক থাকলে তাদের নাগরিকত্বও দেয়া হতে পারে।
মঙ্গলবার তিনদিনের উদ্ধার অভিযান শেষে ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ এখন হাসপাতালে আছেন।
উল্লেখ্য, গত ২৩ জুন ফুটবল দলটি ওই গুহায় ঢোকার নয়দিন পর দু'জন ব্রিটিশ ডুবুরি তাদের খুঁজে পায়।
বিডি প্রতিদিন/ ১৪ জুলাই ২০১৮/ ওয়াসিফ