১২ আগস্ট, ২০১৮ ০৮:৫৯

না ফেরার দেশে নোবেলজয়ী সাহিত্যিক ভি এস নাইপল

অনলাইন ডেস্ক

না ফেরার দেশে নোবেলজয়ী সাহিত্যিক ভি এস নাইপল

নোবেলজয়ী সাহিত্যিক ভি এস নাইপল (৮৫) মারা গেছেন। তার স্ত্রী নাদিরার উদ্ধৃতি দিয়ে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ব্রিটেনের প্রেস অ্যাসোসিয়েশন। বিবিসি রবিবার সকালে এ খবর প্রকাশ করেছে। 

স্যার ভি এস নাইপলের পুরো নাম বিদ্যাধর সূরজপ্রসাদ নাইপল, জন্ম ত্রিনিদাদের একটি ভারতীয় পরিবারে ১৯৩২ সালের ১৭ আগস্ট। ত্রিনিদাদের কুইন্স রয়্যাল কলেজে পড়াশুনা শেষে ১৯৫০ সালে সরকারের বৃত্তি নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হন। এর পরের বছরই তার প্রথম বই প্রকাশিত হয়।

স্ত্রী নাদিরার সঙ্গে ভি এস নাইপল (২০১৩ সালে)

'এ বেন্ড ইন দ্য রিভার' ও বিশ্বব্যাপী সাড়াজাগানো 'এ হাউস ফর মিস্টার বিশ্বাস' সহ প্রায় ৩০ এর বেশি বই লিখেছেন তিনি। ১৯৭১ সালে ভি এস নাইপল বুকার পুরস্কার পান। ২০০১ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন তিনি। তাকে 'আধুনিক দার্শনিক' হিসেবে আখ্যা দিয়েছিল সুইডিশ একাডেমি।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর